প্রসঙ্গ কথা
বাবা মা আমাদের অতিপ্রিয় আপনজন। আল্লাহর অশেষ রহমতে তাদের গর্ভজাত সন্তান হিসেবে ও কোন কারণেই হোক আমাদের জীবনের সাথে ‘জাহাঙ্গীর’ নামটি ওতপ্রোতভাবে জড়িত। পিতা মাতার ভালবাসার প্রতিশ্রুতিতে এসেছে ‘জাহাঙ্গীর’ নামকরণ। মোগল সম্রাট জাহাঙ্গীর এর সাথে মিল রেখে চার’শ বছর ধরে দেশ-বিদেশে বাবা-মা/আত্মীয়স্বজন ‘জাহাঙ্গীর’ নামটি রাখেন তাদের প্রিয় সন্তানদের। মনে রাখতে হবে ‘জাহাঙ্গীর’ নামটি একটি ইতিহাস সমৃদ্ধ নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তারপরও দীর্ঘদিন নামটি কাগজে হোক, নির্মাণে হোক, ইতিহাসে হোক কোন না কোনভাবে প্রজন্ম থেকে প্রজন্ম জীবিত থাকবে। তারপর ভাল কাজের মূল্যায়ন আরো অধিককাল বাঁচিয়ে রাখে।
ইসলামে মুসলমান মুসলমান ভাই ভাই। সেলক্ষ্যেই জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই ভাই। প্রাচীন কাল থেকেই নামে নামে মিতা অর্থাৎ বন্ধুত্বের রঙ্গিন স্বপ্ন আর দল-মত-শ্রেণী পেলা নির্বিশেষে ভালো কিছু করার লক্ষে নিজেদের মধ্যে পারস্পরিক পরিচয়, হৃদ্যতা এবং বন্ধুত্ব সেতুবন্ধন রচনা করতে আদ্য, মধ্য ও প্রান্তে ‘জাহাঙ্গীর’ নামের সবাই একত্রিত হয়ে ‘জাহাঙ্গীর সার্কেল’ গঠন করা হয়েছে। সংগঠনটি ব্যতিক্রমী এ কারণে পৃথিবীর কোথাও এক নামের ব্যক্তিদের কোন সংগঠন নেই- এটি প্রথম এবং একমাত্র।
সব মানুষের কিছু না কিছু পাগলামি থাকে। আমাদের এ পাগলামি ‘জাহাঙ্গীর’ নামের সবাই একত্রিত হয়ে নতুন কিছু করার পাগলামি। ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ কথামালাকে সামনে রেখে নামের মাঝে ‘জাহাঙ্গীর’-রা একত্রিত হয়ে নিজেদের পাশাপাশি মানুষ, সমাজ ও দেশের জন্য কিছু করতে এগিয়ে আসি।
সুপ্রীতির সম্পর্কের মধ্যদিয়ে বন্ধুত্বের নিদর্শন টিকিয়ে রেখেছে মানুষ। রক্তের না হলেও আত্মার এ নিবিড় সম্পর্ক কখনো কখনো আত্মীয়তাকেও হার মানায়।
আসুন, একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেশ-বিদেশে জাহাঙ্গীর নামীয়রা ‘জাহাঙ্গীর সার্কেল’-এর সাথে একাত্মতা প্রকাশ করি এবং অরাজনৈতিক, সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচীতে অংশ নিয়ে আগামী দিনে কর্মপরিধি বাড়াতে এগিয়ে আসি।
বর্তমান অবক্ষয় ধরা সমাজব্যবস্থা থেকে যুক্ত হতে আমাদের সম্প্রীতির সম্পর্ক জরালো ও মজবুত করি। তাই আমাদের এ সংগঠনটি একটি পরিবার। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন।
মোস্তফা জাহাঙ্গীর আলম
আহ্বায়ক